রোটারী সেন্ট্রালের উদ্যোগে বনকলাপাড়ায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

করোনা ভাইরাস প্রতিরোধকল্পে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। এজন্য আতংক নয়, সচেতনতাই আমাদেরকে পরিত্রান দিতে পারবে। সেবামুলক সংগঠন রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে আজ শনিবার নগরীর বনকালাপাড়া এলাকায় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরনকালে বক্তারা এসব কথা বলেন। ক্লাব প্রেসিডেন্ট রোটারীয়ান বিকাশ কান্তি দাসের সভাপত্বিতে কোভিড ১৯ করোনা ভাইরাস প্রতিরোধে আয়োজিত সাবান ও মার্স্ক বিতরণী অনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট কর আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট অধ্যাপক এম শফিকুর রহমান। তিনি সবাইকে জীবনের কল্যাণে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। ব্যাপক জনসাধারনের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন রোটারী পিপি জিয়াউল হক, রোটারীয়ান পিপি আব্দুল মুকিত, রোটারীয়ান পিপি ড. এম সহিদুল ইসলাম এডভোকেট, রোটারীয়ান পিপি এম এ রহিম, ক্লাব সেক্রেটারী রোটারীয়ান আফসর উদ্দিন, রোটারীয়ান আহমেদ রশিদ চৌধুরী ও রোটারীয়ান জুবায়ের আহমদ প্রমুখ। পরে টুকের বাজার এলাকার হায়দরপুর গ্রামে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়। বিজ্ঞপ্তি
Related News

সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ আকবর আলীকে সাউথ এশিয়ান এক্সিলেন্স এর অ্যাওয়ার্ড প্রদান
সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃRead More

বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল বলেছেন, তোমরা যারা লেখা -পড়া করছেRead More