সিলেটে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
সিলেটের শিবগঞ্জ লামাপাড়া এলাকা থেকে র্যাব অভিযান চালিয়ে অপহরণ ও ধর্ষণ মামলার আসামী সাইদ আহমদকে (২২) গ্রেফতার করেছে। সে লামাপাড়া এলাকার মোহিনী ৬৬/বি নং বাসার মৃত জামাল আহমদ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে শাহপরাণ থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এরআগে বুধবার (২৫ নভেম্বর) র্যাব-৯ এর এএসপি একেএম কামরুজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি দল এ অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন। তিনি বলেন, র্যাব গোপন তথ্যের ভিত্তিতে লামাপাড়া এলাকা থেকে অপহরণ ও ধর্ষণ মামালার আসামী সাইদকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে শাহপরাণ থানায় চলতি বছরের ১ নভেম্বর মামলা নং-৩ দায়ের করেন একজন ভুক্তভোগি। এই মামলার এজহারী নামীয় ২নম্বর আসামী সে।
Related News
এলএসটিডি প্রকল্পের অর্থায়নে সিলেটে ধান চাষের উপকরণ বিতরণ
নতুন ০৬টি আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগারRead More
রোটারী জোনাল ইন্টার সিটি মিটিং এ সিলেট পাইওনিয়ারের অংশগ্রহন
রোটারী জোনাল ইন্টার সিটি মিটিং এ রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের নেতৃবৃন্দের অংশগ্রহন করেছেন। শনিবারRead More

