সিলেটে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

সিলেটের শিবগঞ্জ লামাপাড়া এলাকা থেকে র্যাব অভিযান চালিয়ে অপহরণ ও ধর্ষণ মামলার আসামী সাইদ আহমদকে (২২) গ্রেফতার করেছে। সে লামাপাড়া এলাকার মোহিনী ৬৬/বি নং বাসার মৃত জামাল আহমদ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে শাহপরাণ থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এরআগে বুধবার (২৫ নভেম্বর) র্যাব-৯ এর এএসপি একেএম কামরুজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি দল এ অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন। তিনি বলেন, র্যাব গোপন তথ্যের ভিত্তিতে লামাপাড়া এলাকা থেকে অপহরণ ও ধর্ষণ মামালার আসামী সাইদকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে শাহপরাণ থানায় চলতি বছরের ১ নভেম্বর মামলা নং-৩ দায়ের করেন একজন ভুক্তভোগি। এই মামলার এজহারী নামীয় ২নম্বর আসামী সে।
Related News

সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ আকবর আলীকে সাউথ এশিয়ান এক্সিলেন্স এর অ্যাওয়ার্ড প্রদান
সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃRead More

বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল বলেছেন, তোমরা যারা লেখা -পড়া করছেRead More