এসএমপির বন্দরবাজার পুলিশ ফাঁড়ি্র আরও তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত
সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হানের মৃত্যুর ঘটনায় আরও তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ তিনজন হলেন- এসএমপির কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) সৌমেন মিত্র, উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন এবং বন্দর বাজার ফাঁড়ির এএসআই কুতুব আলী।
বুধবার ( ২৫ সগরডমনগপ) সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) বি এম আশরাফ উল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘পুলিশ হেডকোয়ার্টার থেকে এক আদেশে এ তিনজনকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়। এর মধ্যে বাতেন এ মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন। আর এএসআই কুতুবকে আগেই প্রত্যাহার করে পুলিশ লাইন্সে রাখা হয়েছিল।’
উল্লেখ্য, গত ১১ অক্টোবর রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হন রায়হান আহমদ। পরদিন সকালে সিলেট ওসমানী হাসপাতালে তিনি মারা যান।
এদিন রাতেই কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার। এ ঘটনার পরদিনই বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এস আই আকবরসহ চারজনকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়।
এছাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াকে ফাঁড়ি হতে পালাতে সহায়তা করা ও তথ্য গোপনের অপরাধে ওই ফাঁড়ির টু-আইসি উপ-পরিদর্শক (এসআই) হাসান উদ্দিনকে গত ২১ অক্টোবর সাময়িকভাবে চাকুরি হতে বরখাস্ত করা হয়। মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করেছে।
এখন পর্যন্ত এসআই আকবরসহ ৪ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। তারা সকলেই কারাগারে রয়েছেন।
Related News
সিলেট সদর উপজেলার খাদিমনগরে কবরস্থানের জমি উদ্ধার করলেন ইউএনও
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবেরবাজার এলাকায় অবস্থিত বাজারতল কবরস্থানের জমি অবৈধভাবে দখল করে সেখানেRead More
সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিত: হাইকোর্টের রুল জারি
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন (SDFRA)-এর ২০২৫–২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন প্রক্রিয়া ছয়Read More

