ঢাকা-সিলেট মহাসড়কে বাস খাদে পড়ে নিহত ৩

ঢাকা-সিলেট মহাসড়কে দিগন্ত পরিবহনের যাত্রীবাহী একটি বাস ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকায় খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় বাসের আরও ২৫ জন যাত্রী আহত হয়েছে। আজ বুধবার দুপুর ১টার দিকে মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের (এসি) যাত্রীবাহী বাসটি সিলেট যাচ্ছিল। মহাসড়কের ইসলামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল দ্রুত গতিতে এসে হঠাৎ থামিয়ে আবার পুনরায় উল্টো পথে ঘুড়াতে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী একজন ও বাসের দুজন যাত্রী মারা যান।
ওসি আরও জানান, নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। তারা তিনজনই পুরুষ। পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাশের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
Related News

ওসমানীনগরের আব্দুল হাদীর সংবাদ সম্মেলন: তালাকপ্রাপ্তা স্ত্রী ও ইউপি চেয়ারম্যানের হয়রানি থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
ওসমানীনগরের খয়েরপুর গ্রামের ইতালী প্রবাসী মো. আব্দুল হাদী তার তালাকপ্রাপ্ত স্ত্রীর কারণে সামাজিকভাবে হেয় প্রতিপন্নRead More

কমলগঞ্জে ইকবালের মুত্যুর রহস্য উম্মোচনের দাবীতে ভেড়াছড়া এলাকাবাসীর মানববন্ধন
কমলগঞ্জ(মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজারের ব্যবসায়ী ইকবাল হোসেনের সুষ্টু তদন্তেরRead More