Friday, April 3rd, 2020
সদর উপজেলার ১৭টি কমিউনিটি ক্লিনিকে পিপিইসহ বিভিন্ন সামগ্রী প্রদান

সিলেট সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে সদর উপজেলার ১৭টি কমিউনিটি ক্লিনিকে করোনা ভাইরাস প্রতিরোধে হ্যান্ড ওয়াশ ও হ্যান্ড স্যানিটাইজার,পিপিই, হেন্ড গ্লাবস, মাস্ক প্রদান অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল শুক্রবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিতরণ করেন সিলেট সদর উপজেলা পরিষদের পর পর তিন বারের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, উপজেলা পরিষদের নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমদ সিরাজাম মুনির।
হাটখোলা ইউনিয়নে আব্দুল মালেক মেম্বারের চাল-ডাল বিতরণ

করোনা ভাইরাসে দেশে লকডাউনের কারনে নিজ কর্মস্থলে যেতে পারছেনা অনেক দিন মজুর ও দরিদ্র মানুষ। সরকারের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও অনেক বিত্তবানরা তাদের সহযোগীতায় এগিয়ে আসছেন। বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী বিতরণ করছেন তারা। আজ ৩ এপ্রিল শুক্রবার বিকেলে সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সিলেট বিভাগীয় সদস্য ও জেলা শাখার যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মেম্বার তার ব্যক্তিগত তহবিল থেকে দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন করেন। এর আগে ৩১ মার্চ মঙ্গলবার দুপুরে ৬নং টুকেরবাজার ও ৮নং কান্দিগাঁও ইউনিয়নে ব্যক্তিগত উদ্যোগে ২শ দরিদ্র মানুষের মধ্যে চাল-ডাল বিতরণ করেন।