Main Menu

রোটারি ক্লাব অব সিলেট ক্বিন ব্রিজ-এর অ্যানুয়াল অ্যাওয়ার্ড সিরিমনি-২০২৪-২৫ অনুষ্ঠিত

রোটারি ক্লাব অব সিলেট ক্বিন ব্রিজ-এর অ্যানুয়াল অ্যাওয়ার্ড সিরিমনি-২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই এয়ারপোর্টস্থ সিলসিলা বাগান বাড়িতে এ কার্যক্রম সম্পন্ন হয়।

প্রোগ্রাম চেয়ারম্যান জহিরুল কবির চৌধুরী শিরু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার(অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, মোঃ রেজাউল করিম পিপিএম-সেবা,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর ডি-৬৫,বাংলাদেশ লে.কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর এডমিন কামরুজ্জামান চৌধুরী রুম্মান, স্পেশাল এইড ডি-৬৫ জনাব জাকির আহমদ চৌধুরী, ক্লাব প্রেসিডেন্ট-২০২৪-২৫ ও (এসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর) রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৬৫ মোহাম্মদ কয়েছ আহমেদ, সিপি ওয়াদুদ আল মামুনের পরিচালনায় উপস্হিত ছিলেন ও বক্তব্য রাখেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) সজীব খান,
ক্লাব প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান জুম্মন , ক্লাব ট্রেইনার পিপি মোঃ আবুল কালাম, ক্লাব সেক্রেটারী ও (প্রেসিডেন্ট ইলেক্ট ২০২৬-২৭) রেজাউল করিম আবু সুফিয়ান, পিপি ডাঃ কামরুল ইসলম, পিপি প্রিন্সিপাল মওদুদ আহমদ, পিপি জনাব ফখরুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ মামুন রশিদ, ক্লাব ট্রেজারার ও (সেক্রেটারী-২০২৫-২৬) মোঃ রেজওয়ানুল আজিজ সজীব, রোটারিয়ান মোহাম্মদ মুমিন, জনাব এ কে এম লোকমান, জনাব ওসমান সুলতান, আব্দুল্লাহ দাদুল,আমিন পারভেজ, কাবিরুল ইসলাম,সায়রুল ইসলাম চৌধুরী প্রমূখ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *