রিয়াছত উলাহ, হাফিজিয়া মাদ্রাসা ও সুন্দর বিবি এতিমখানার পাগড়ী বিতরণ

জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ বাজার সংলগ্ন রিয়াছত উলাহ, হাফিজিয়া মাদ্রাসা ও সুন্দর বিবি এতিমখানার পাগড়ী বিতরণ এবং ইছালে সোয়াব মাহফিল ২৫ ডিসেম্বর বুধবার সম্পন্ন হয়েছে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মর্তুজ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী চিন্তাবিদ মাওলানা ছদরুল আমিন। উপস্থিত ছিলেন মাদ্রাসা কর্তৃপক্ষ আলহাজ্ব মোঃ সুন্দর আলী, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ হাবিবুর রহমান, মোঃ সুজাত আলী, তরুণ চৌধুরী, গোলাফ মিয়া, শিক্ষক হাফিজ গোলাম কিবরিয়া, সিলেট মহানগর যুবলীগ নেতা আলমগীর, মহনগর ছাত্রলীগ নেতা রুহেল আহমেদ, ইব্রাহীম, রসুলগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আকিক মিয়া, লিটন মিয়, রকু মিয়া, সুজন মিয়া, আছকির মিয়া, আব্দুল মুকিত, আক্কাস মিয়া প্রমুখ।
Related News

সিলেট আইডিয়াল কলেজে নবীনবরণ অনুষ্ঠিত
হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ (অবঃ) প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান বলেছেন, তারুণ্য নির্ভর আগামীরRead More

ফ্রান্সের রেনেস নর্ড রোটারি ক্লাবে “পুষ্টি ও স্বাস্থ্যকর জীবনধারা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রেনেস, ফ্রান্স – ২৮ মার্চ ২০২৫ : ফ্রান্সের রেনেস নর্ড রোটারি ক্লাবের উদ্যোগে নিয়মিত সাপ্তাহিকRead More