চুনারুঘাট পৌরসভায় জিতলেন নৌকার মাঝি রুবেল

চতুর্থ ধাপে হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন আওয়ামী লীগের প্রার্থী সাইফুল আলম রুবেল। এই পৌরসভায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হয়। এজন্য সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ছিল।
নৌকা প্রতীক নিয়ে সাইফুল আলম রুবেল ৬ হাজার ৪৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পৌরসভার বর্তমান মেয়র ও বিএনপি দলীয় (ধানের শীষ) প্রতীকের প্রার্থী নাজিম উদ্দিন শামসু। নাজিম উদ্দিন শামসু পেয়েছেন ৩ হাজার ৪৫২ ভোট।
চতুর্থ ধাপে রোববার (১৪ ফেব্রুয়ারি) হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, শেষ হয় বিকাল ৪টায়। বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সন্ধ্যা ছয়টার মধ্যে ভোটগণনা শেষে বিজয়ী মেয়র প্রার্থী ও কাউন্সিলরদের নাম ঘোষণা করেন রিটার্নিং অফিসার।
Related News

গণতন্ত্র পুনরুদ্ধারে জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: ইমদাদ চৌধুরী
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জুলাই-অগাস্টের আন্দোলনে যে শহীদরা জীবন দিয়েছেন,Read More

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে জেলা বিএনপির সম্মাননা
“নির্বাচিত সরকারের চেয়ে কোনো সরকার শক্তিশালী হতে পারে না। তাই নির্বাচন জরুরি। মানুষের কাছে যান,Read More