Main Menu

ঢাকায় মেয়েদের হকি উৎসব

এক বছর পর আবারও মেয়েরা হকি উৎসবে মাততে যাচ্ছে। গত বছর এই সময়ে ডেভেলপমেন্ট হকি হয়েছিল। কাল সোমবার থেকে আবার চার দল নিয়ে টার্ফে গড়াতে যাচ্ছে এই টুর্নামেন্ট। দলগুলো হলো- বাংলাদেশ হকি ফেডারেশন লাল, নীল, সবুজ ও হলুদ দল।

মওলানা ভাসানী স্টেডিয়ামে প্রথম দিনে লাল ও নীল দল মুখোমুখি হবে বেলা সাড়ে ৩টায়। সব দল নিজেদের মধ্যে একবার করে খেলবে। ১৯ সেপ্টেম্বর শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।
এখান থেকে কাজাখস্তানে অনূর্ধ্ব-২১ এএইচএফ কাপের জন্য মেয়েদের বাংলাদেশ দল গড়ার সম্ভাবনা আছে। আগামী অক্টোবরে হবে এই টুর্নামেন্ট।
আজ হকি ফেডারেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেছেন, ‘এই টুর্নামেন্ট দেখেই বিমানবাহিনীর জন্য একটা মহিলা দল গঠন হতে পারে। এছাড়া এখান থেকে খেলোয়াড় বাছাই করে আমরা কাজাখস্তানে খেলতে যেতে পারি।’






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *