Main Menu

কৃষকরা কষ্ট করে হলেও চাষ করবেন: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন,‌ ‘জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে কৃষিতে প্রভাব পড়বে। তবে কৃষকরা কষ্ট করে হলেও চাষ করবেন। কারণ, দেশের কৃষকরা ত্যাগী। তারা স্ত্রীর গলার হার ও কানের দুল বিক্রি করেও চাষাবাদ করেন। গরু-ছাগল বিক্রি করে সার কিনে ফসল উৎপাদন করেন।’

রবিবার (৭ আগস্ট) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, ‘বাংলাদেশে আগে সরিষার তেল আমাদের প্রধান তৈল জাতীয় ফসল ছিল। এটাই মানুষ খেতো। তখন আমরা পামওয়েল-সয়াবিন চিনতামও না। বর্তমানে আমরা ৯০ শতাংশ ভোজ্য তেল বিদেশের ওপর নির্ভরশীল। প্রতি বছর যেখানে আমরা দুই বিলিয়ন ডলারের বেশি ভোজ্য তেলে খরচ করি। আমরা কর্মসূচি নিয়েছি, আগামী তিন বছরের মধ্যে তেল জাতীয় ফসলের নির্ভরশীলতা ৫০ শতাংশে নামিয়ে আসবো।’

তিনি আরও বলেন, ‘কুমিল্লাসহ সারা দেশে ফসল উৎপাদন বাড়ছে। আমরা আন্তর্জাতিক বাজারে শাকসবজি রফতানি করার ব্যবস্থা করছি, যা অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।’

জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে মন্ত্রী বলেন, ‘সারা দেশের মানুষেরই কষ্ট হচ্ছে। হয়তো মানুষ ভাবে গুলশান-বনানীর মানুষের কী কষ্ট! বড় বড় শিল্পপতিদের কী কষ্ট! কিন্তু না। তাদের জন্যেও ঝুঁকি আছে। তেলের ব্যবহারও সর্বত্র। প্রধানমন্ত্রী বলেছেন, যুদ্ধ বন্ধ হলে তেলের দাম কমিয়ে আনবেন। আমরা আবার তেলের দাম কমিয়ে নিয়ে আসবো।’

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় ‘সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম ও রাঙ্গামাটি অঞ্চলের বিদ্যমান শস্য বিন্যাসে তৈল ফসলের অন্তর্ভুক্তি এবং ধান ফসলের অধিক ফলনশীল জাতসমূহের উৎপাদন বৃদ্ধি শীর্ষক’ কর্মশালার আয়োজন করা হয়

এতে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. বেনজির আলম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর প্রমুখ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *