Main Menu

ইউক্রেনে মস্কোপন্থী সরকার বসানোর চেষ্টা করছে রাশিয়া: যুক্তরাজ্য

ইউক্রেনে রুশ দখল অভিযান নিয়ে উত্তেজনার মধ্যেই যুক্তরাজ্য অভিযোগ করেছে, কিয়েভে রুশপন্থী নেতাকে ক্ষমতায় বসানোর চেষ্টা করছে রাশিয়া। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই পরিকল্পনা বাস্তবায়নের রুশ গোয়েন্দা কর্মকর্তারা ইউক্রেনের সাবেক রাজনীতিকদের সঙ্গে যোগাযোগ করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

যুক্তরাজ্যের দাবি মতে, দখল পরিকল্পনার অংশ হিসেবেই রাজনীতিকদের দলে ভেড়াতে চাইছে মস্কো। সাবেক সংসদ সদস্য ইয়েভগেন মুরাইয়েভ রুশপন্থীদের সম্ভাব্য নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেন, ইউক্রেনে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিস্তৃতির কারণে আজ এই তথ্য প্রকাশ করা হলো। রাশিয়াকে অবশ্যই উত্তেজনা সৃষ্টি থেকে পিছিয়ে আসতে হবে, বন্ধ করতে হবে আগ্রাসন ও ভুয়া তথ্যে প্রচার এবং কূটনীতির পথে চলতে হবে।

অবশ্য ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এই দাবির পক্ষে কোনও প্রমাণ হাজির করেনি।

রবিবার উপ-প্রধানমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, ইউক্রেনে পুতুল সরকার গঠন করলে রাশিয়াকে গুরুতর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *