Main Menu

সদর উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

মুজিববর্ষ উপলক্ষে সিলেট সদর উপজেলা ফূটবল একাডেমি আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

শনিবার (১ জানুয়ারী) বিকেলে মোগলগাঁও ইউনিয়নের কাজিরগাঁও উত্তরের মাঠে টুর্নামেন্টের আহবায়ক সিলেট জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ শাহানুরের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মোঃ কুতুব উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ১আসনের এমপি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সদর উপজেলায় একটি খেলার মাঠ করে দেয়া হবে। যেখানে আমাদের তরুন প্রজন্মের সন্তানরা খেলাধুলার মাধ্যমে ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করবে। খেলাধুলা আমাদের তরুন সমাজকে মাদকতা, জঙ্গিরাদ, সন্ত্রাস ও বখাটেপনা থেকে রক্ষা করে। শুধু তাই নয়, খেলাধুলা মন ও স্বাস্থ ভালো রাখে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সদর উপজেলার যত ধরনের উন্নয়ন কাজ প্রয়োজন আপনারা আমাকে বলবেন। আমি গুরুত্ব সহকারে আপনাদের কাজ গুলো করে দেওয়ার চেষ্টা করবো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি গোল্ডকাপ দাতা জগদিস চন্দ্র দাস, পররাষ্ট্রমন্ত্রীর সহ ধর্মিণী মিসেস সেলিনা মোমেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিরন মিয়া, সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম টুনু, হাটখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী মসাহিদ আলী, বর্তমান চেয়ারম্যান আজির উদ্দিন, নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুজ্জামান, জালালাবাদ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান উবাইদুল্লাহ ইসহাক, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, আওয়ামীলীগ নেতা আছন মিয়া, সামছুল ইসলাম হাবীবী, হাজী মঈন মিয়া, মহিলা আওয়ামীলীগ নেতৃ হেলেন আহমদ, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন আহমদ, ও আফতাব উদ্দিন, সাবেক অর্থ সম্পাদক হাজী সাজ্জাদ মিয়া,জুহেন আবেদিন জুয়েল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ফারুক আহমদ, লন্ডন প্রবাসী হাফিজুর রহমান ভাবলু, আওয়ামীলীগ নেতা খুশিদ আলী, এম উস্তার আলী, আবু বক্কর পারভেজ, সামছুল হক, মানিক মিয়া মেম্বার, আনোয়ার আলী, মনহোর আলী বঙ্গবাসী, জেলা মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, সদর যুবলীগ নেতা আনছার আলী, মোয়াজ্জিন আহমদ, রাইসুল হক রাসেল, আবু সুফিয়ান, দুলাল আহমদ, নিজাম উদ্দিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়ছল আহমদ, সদর উপজেলা তাতীলীগের সভাপতি দিলোয়ার হোসেন, ফজলু মেম্বার, ছাত্রলীগ নেতা শহিদ আকিব অপু, মিফতা হোসেন লিমন, দুলাল আহমদ, মনির উদ্দিন ময়নুল, তাজির আলী, মাছুদ আহমদ লেবু, গোলাম হোসেন, ছাদ উদ্দিন, আব্দুস সহিদ, নুরুল আমিন, সাদিকুর রহমান, সালমান আহমদ, রুহুল আমিন শাওন, ফয়ছল আহমদ, আব্দুল হক, প্রমুখ।
খেলাটি হাটখোলা ও মোগলগাঁওয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে ট্রাইব্রেকারে চ্যাম্পিয়নসীপ গৌরব অর্জন করে হাটখোলা।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *