Main Menu

জেলায় ইজতেমার ২য় দিন হাজার হাজার মুসল্লিদের ঢল

সিলেট জেলায় খাদিমপাড়ার কল্লাগ্রামস্থ বাইপাস এলাকায় জেলা ইজতেমার ২য় দিন সম্পন্ন হয়েছে। ২য় দিন শুক্রবার হওয়ায় বিভিন্ন স্থান থেকে ইজতেমার ময়দানে জুম’আর নামাযে হাজার হাজার মুসল্লিরা অংশগ্রহণ করেন। আখেরি মোনাজাতে অংশগ্রহণ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
এতে তাবলীগ জামাত বাংলাদেশ সুরাদের মুরব্বীর পক্ষে বাদ ফজর থেকে বয়ান পেশ করেন শ্রীলঙ্কার আলিম ও দুবাশী মাওলানা আং কাদির, সকাল ১০টা থেকে তালিমের ফজিলত পেশ করেন মুফতি এহিয়া, বাদ জুম্মা বয়ান পেশ করেন মুফতি মুয়াজ বীন নুর, বাদ আসর বয়ান পেশ করেন হাজী আওলাদ লন্ডন, বাদ মাগরিব বয়ান পেশ করেন মুফতি উসামা। এছাড়াও সৌদি, শ্রীংলকা, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশ-বিদেশ থেকে আগত বিশিষ্ট মুরব্বীরা বয়ান পেশ করেন।
পর দিন বাদ ফরজ বয়ান পেশ করবেন মাওলানা আং কাদির, হেদায়েতর কথা পেশ করবেন তারেক। আখেরি মোনাজাত করবেন সৈয়দ ওয়াসিফ।
শুক্রবার জুম’আর নামাজে ইমামতি করেন মাওলানা আব্দুল করিম। এরপর মোনাজাতে তিনি ইজতেমার কামিয়াবি, অংশগ্রহণকারীসহ সব মুসলমানদের গোনাহ মাফ, দুনিয়া ও আখেরাতের কল্যাণ, বিশ্ব শান্তি, বিশ্ববাসীর সুখ-সমৃদ্ধি কামনা করেন। আগামীকাল শনিবার সকাল ১১টায় আখেরী মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হবে সিলেট জেলার ইজতেমা। বিজ্ঞপ্তি






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *