Main Menu

টুকের বাজার ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতার মসনদে বসে বিরোধি দলের ওপর অমানবিক নিপীড়ন চালাচ্ছে। তারা মনে করছে ক্ষমতা তাদের জন্য চিরস্থায়ী। তারা জনগণের ভোটের অধিকার হরণ করে ক্ষমতায় আসীন হয়েছে। ক্ষমতার ধাপটে তারা বিরুধি দলের নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা ও হামলার মাধ্যমে হয়রানী করছে। শান্তি পূর্ণ সভা সমাবেশ করতে তাদের গায়ে জ্বলাধরে। তারা পুলিশকে লেলিয়ে দিয়ে হামলা মামলার স্টিম রোলার চালাচ্ছে। সম্প্রতি হবিগঞ্জে বিএনপির কর্মসূচিকে বাধা দিয়ে নেতা কর্মীদের উপর নির্মম ভাবে পুলিশ বাহিনী হামলা করে। সেখানে অনেক নেতা কর্মী গুরুতর আহত হোন। খন্দকার মুক্তাদির আরোও বলেন, ৭৬ বছর বয়সী দেশের ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছেনা শেখ হাসিনার সরকার। তিনি অবিলম্বে দেশনেত্রী বেগম জিয়াকে মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য জোর দাবীও জানান।

শনিবার (২৫ ডিসেম্বর) রাতে সিলেট শহরতলীর তেমূখীস্থ একটি কমিউনিটি সেন্টারে টুকের বাজার ইউনিয়ন বিএনপির কাউন্সিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইউনিয়ন বিএনপির আহবায়ক এনামুল হোসেন মেম্বারের সভাপতিত্বে ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস সালাম, এনাম হোসেন শিপন ও অলিউর রহমান আলীর যৌথ পরিচালনায় কাউন্সিলের উদ্বোধকের বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহবায়ক এ কে এম তারেক কালাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী, জেলা কৃষকদলের আহবায়ক আলহাজ্ব শহিদ আহমদ চেয়ারম্যান,
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কাশেম, সদর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আফম কামাল, জায়েদ আহমদ, হাটখলা ইউনিয়নের চেয়ারম্যান আজির উদ্দিন ও ইসলাম উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাকিল মুর্শিদ, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মেম্বার, শফিকুর রহমান মেম্বার, সদর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসনাত, সিনিয়র যুগ্ম আহবায়ক আইনুল হক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি উসমান হারুন পনী,জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক দুলাল রেজা, ছাত্রনেতা রিয়াজ আহমদ সুমন, স্বেচ্ছাসেবক দল নেতা দিলোয়ার হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন সাধারণ সম্পাদক ফজল আহমদ রানা, যুবদল নেতা শাহিন আহমদ, আব্দুল আহাদ লিমন, ছাতনেতা মিজানুর রহমান রুমন প্রমুখ।

কাউন্সিলের ২য় অধিবেশনে ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি এনামুল হোসেন মেম্বার, সিনিয়র সহ- সভাপতি শফিকুর রহমান মেম্বার, সহ-সভাপতি আব্দুল মালেক মেম্বার, জমির উদ্দিন, সুরুর মিয়া, জহির উদ্দিন, আবু তালেব, সাধারণ সম্পাদক ফখর উদ্দিন, যুগ্ম সম্পাদক এমরান আহমদ পাখী, সাদিক মিয়া, সাংগঠনিক সম্পাদক চান মিয়া বাচ্চু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *