Main Menu

আফগানিস্তানের নানগারহার প্রদেশে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের স্পিন গার জেলায় জুমার নামাজের সময় এক মসজিদে বোমা বিস্ফোরণ ঘটেছে।

শুক্রবারের এই বিস্ফোরণে অন্তত তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছে বলে স্থানীয় বাসিন্দা ও তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপিকে নাম প্রকাশ না করা তালেবানের এক নেতা বলেন, ‘স্পিন গার জেলায় এক মসজিদের ভেতরে জুমার নামাজের সময় বিস্ফোরণের ঘটনা আমি নিশ্চিত করছি।’

নানগারহার প্রদেশের সরকারি মুখপাত্র কারি হানিফ বার্তা সংস্থা এপিকে জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতীয়মান হচ্ছে যে মসজিদে আগেই বোমা পুঁতে রাখা হয়েছিলো।

স্থানীয় বাসিন্দা আতাল শিনওয়ারি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, স্থানীয় সময় দুপুর ১.৩০ মিনিটে মসজিদের ভেতরে এই বিস্ফোরণ ঘটে।

স্থানীয় হাসপাতালের এক চিকিৎসক বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী দায় স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে উগ্রবাদী সংগঠন আইএস এই বোমা হামলা করেছে।

আফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর থেকেই দেশটিতে আইএসের তৎপরতা বেড়েছে।

নভেম্বরের শুরুতে কাবুলের সামরিক হাসপাতালে আইএসের এক হামলায় অন্তত ১৯ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন।

অপরদিকে আফগানিস্তানের শিয়া মুসলিম হাজারা জনগোষ্ঠীর দুই মসজিদে আইএসের স্বীকার করা বোমা হামলায় ১২০ জনের বেশি নিহত হয়েছেন।

সূত্র : আলজাজিরা






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *