Main Menu

সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে, মেয়র, আরিফুল হক চৌধুরী

সিলেট অঞ্চলে নানাজাতি ধর্মের মানুষের একত্র বসবাসের ঐতিহ্য বহুকালের। এই ধারা অব্যাহত রাখতে সবাই একযোগে কাজ করতে হবে। সকলের প্রচেষ্ঠায় ধর্মীয় সম্প্রীতির নগর সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে হবে বলেছেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর ২০২১) শারদীয় দুর্গাপূজায় নগরের রামকৃষ্ণ মিশন সহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

সিসিক মেয়র বলেন, দেশের উত্তরপূর্বাঞ্চলীয় সিলেটে আধ্যাত্মিক মহাপুরুষদের কারণে পূন্যভূমির মর্যাদায় খ্যাত বিশ্বব্যাপি। সাম্প্রদায়িক সম্প্রীতি আর নাজা জাতী গোষ্টির ধর্মীয় সম্প্রদায়ের একত্র বসবাস সিলেটকে আলাদা অবস্থানে নেয়ে গেছে।

মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সকল ধর্মের মানুষের ধর্মীয় আচারানুষ্ঠান, উৎসব পালনে সিলেটবাসি একে অন্যের পাশাপাশি থাকার রেওয়াজ রয়েছে। সিলেটে ধর্মীয় সম্প্রীতির এই বন্ধন অঁটুট থাকবে সকলের সহযোগিতায়।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধমীয় উৎসব দুর্গা পূজার আয়োজন নির্বিঘ্ন করতে সিসিকের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা অব্যহত রয়েছে বলেও জানান সিসিক মেয়র।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *