Main Menu

সিলেটের মোগলগাঁও ইউনিয়নে ”ধর্মীয় নেতাদের পুষ্টি বিষয়ক সতেজিকরন প্রশিক্ষণ ”

সিলেটের সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়ন পরিষদ হলরুমে ১৯ সেপ্টেম্বর ২০২১ তারিখ রবিবার সকাল ১০ টায় সূচনা প্রকল্পের উদ্যোগে ধর্মীয় নেতাদের পুষ্টি বিষয়ক সতেজিকরন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ধর্মীয় নেতাদের পুষ্টি বিষয়ক সতেজিকরন প্রশিক্ষণটি পরিচালনা করেন এফআইভিডিবি সূচনা প্রকল্পের সিনিয়র নিউট্রেশন অফিসার জোসনারা বেগম। তিনি মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টির বিভিন্ন দিক গুলো তুলে ধরেন এবং সভায় উপস্থিত ধর্মীয় নেতাদের মাধ্যমে কিভাবে সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে দেয়া যায় সে বিষয়ে আলোপাত করেন। সেই সাথে বর্তমান বিশ্বের মহামারি করোনাভাইরাসের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে তাদের সহযোগিতা চান। এই গুরুত্বপূর্ন বিষয় গুলো মসজিদে আরো বেশি আলোচনা করার জন্য ধর্মীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন। সভার সভাপতি মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হিরন মিয়া। তিনি বলেন, আমাদের প্রত্যেক ধর্মীয় নেতাদের উচিৎ সকলের মাঝে পুষ্টির বার্তা পৌছে দেওয়া। মায়ের দুধ পান শিশুর জন্মগত অধিকার। এই অধিকার ইসলাম নিশ্চিত করেছে। আল কোরআনের সূরা বাকারার ২৩৩ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা বলেন, তোমরা তোমাদের সন্তানকে দীর্ঘ দুই বছর পর্যন্ত বুকের দুধ পান করাবে। তিনি আরও বলেন, আল্লাহ তায়ালা এরশাদ করেছেন, আমি তো মানুষকে তার পিতা মাতার প্রতি সদাচরনের নির্দেশ দিয়েছি। তার মাতাকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারন করে। এর পর তার দুধ ছাড়ানোর হয় ২ বছরে- সুরা লোকমান আয়াত ১৪। প্রশিক্ষণটিতে উপস্থিত ছিলেন ইউনিয়ন কো-অর্ডিনেটর মোঃ মহিববুল্যাহ ,ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা নিহারজিত পাল, কুটি মিয়া প্রমূখ। সূচনা প্রকল্পটি ইউকে এইড ও ইউরোপিয়ান ইউনিয়ন এর আর্থিক সহযোগিতায় এফআইভিডিবি সংস্থা সিলেট জেলায় মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *