Main Menu

আফগানিস্তানে আত্মঘাতী হামলা, হতাহত ১১৫

আফগানিস্তানে শুক্রবার এক আত্মঘাতী ট্রাক বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত ও ৯০ জন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লুগার প্রদেশের পুল-ই-আলমে এই হামলার দায়দায়িত্ব এখন পর্যন্ত কেউ গ্রহণ করেনি। তাছাড়া গেস্ট হাউজটি কেন টার্গেট করা হয়েছিল, তাও জানা যায়নি।

আফগান স্বরাষ্ট্র দফতরের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, আরো লাশের তল্লাশি চালানো হচ্ছে এবং মৃতের সংখ্যা আরো বাড়বেI কাবুলের পূর্বে লোগার প্রদেশের রাজধানীতে অবস্থিত, পুলে-এ-আলাম জনাকীর্ণ গেস্ট হাউসের সামনে সন্ধ্যায় এই বিস্ফোরণটি ঘটেI

তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায়িত্ব স্বীকার করেনি, তবে কর্মকর্তারা তালিবান গোষ্ঠীকেই এই ষড়যন্ত্র ও হামলা চালানোর জন্য দোষারোপ করেছেনI

সামরিক বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্র ও জোটবাহিনীর প্রত্যাহারের সময় এমনি ধরণের আরো হামলা বৃদ্ধির আশঙ্কা করছেনI

সূত্র : আল জাজিরা ও ভোয়া






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *