Main Menu

৫০ ওভারে ডাবল সেঞ্চুরির ভারতীয় দাপট বাড়ালেন শ

ফর্ম হারিয়ে ভারতের টেস্ট দল থেকে বাদ পড়েছেন পৃথ্বী শ। যাঁরা দলে ঢুকেছেন, তাঁরাও খারাপ করছেন না। আবার জাতীয় দলে ঢুকতে তাই ঘরোয়া ক্রিকেটে ভালো কিছু করা ছাড়া বিকল্প নেই ভারতীয় ওপেনারের। আজ সেই কাজই করেছেন ২১ বছর বয়সী ব্যাটসম্যান, তবে ভিন্ন সংস্করণে। ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে আজ ডাবল সেঞ্চুরি করেছেন ভারতের হয়ে তিনটি ওয়ানডে খেলা পৃথ্বী শ।

জয়পুরে পদুচেরির বিপক্ষে ১৫২ বলে ২২৭ রান করে অপরাজিত ছিলেন মুম্বাইয়ের অধিনায়ক। শ-য়ের ডাবল সেঞ্চুরি ও সূর্যকুমার যাদবের সেঞ্চুরিতে (১৩৩) ভর করে প্রথমে ব্যাট করে মুম্বাই তুলেছে ৪ উইকেটে ৪৫৭ রান।

অষ্টম ভারতীয় হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি পেলেন শ। লিস্ট ‘এ’ ইতিহাসের সপ্তম সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস শ-য়ের ২২৭। লিস্ট ‘এ’ ক্রিকেটে অধিনায়ক হিসেবে শ–য়ের ইনিংসটাই সবচেয়ে বড়। পৃথ্বী শ ভেঙেছেন গ্রায়েম পোলকের রেকর্ড। লিস্ট ‘এ’ ক্রিকেট ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরিটা অধিনায়ক হিসেবেই পেয়েছিলেন গ্রায়েম পোলক। দক্ষিণ আফ্রিকার ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান পোলক ১৯৭৪ সালের ১৯ অক্টোবর ইস্ট লন্ডনে ইস্টার্ন প্রভিন্সের হয়ে বর্ডারের বিপক্ষে ২২২ রান করেন। ২০০২ সাল পর্যন্ত লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিই ছিল ব্যক্তিগত সর্বোচ্চ।

মুম্বাইয়ের ৪৫৭ রানের চেয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দলীয় বড় ইনিংস আছে মোটে তিনটি। তবে এশিয়া মহাদেশে লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিই দলীয় সর্বোচ্চ। পেছনে পড়ল ২০১৫ সালে মুম্বাইয়ে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার করা ৪৩৮ রান।

ভারতীয়দের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে পৃথ্বী শ-য়ের চেয়ে বড় ইনিংস আছে শুধু দুজনের। ২০১৩ সালে প্রিটোরিয়ায় দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে ২৪৮ রান করেছিলেন শিখর ধাওয়ান। লিস্ট ‘এ’ ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটি। ২০১৪ সালে কলকাতার ইডেন গার্ডেনে শ্রীলঙ্কার বিপক্ষে রোহিত শর্মার ওয়ানডে বিশ্ব রেকর্ড ২৬৪ রানের ইনিংসটা ভারতীয়দের সর্বোচ্চ।

রোহিত সেদিন মাত্র ৪ রানের জন্যই ছুঁতে পারেননি লিস্ট ‘এ’ ক্রিকেটে বিশ্ব রেকর্ড। ২০০২ সাল থেকেই যে রেকর্ডের মালিক ইংল্যান্ডের হয়ে ১৬টি ওয়ানডে খেলা অ্যালিস্টার ব্রাউন। ইংল্যান্ডের ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে সারের হয়ে গ্লামরগনের বিপক্ষে ২৬৮ রান করেছিলেন ব্রাউন।

লিস্ট ‘এ’ ক্রিকেটে এ পর্যন্ত ডাবল সেঞ্চুরি হয়েছে ৩২টি। এর ১০টিই এসেছে ভারতীয় ব্যাটসম্যানদের ব্যাট থেকে। সর্বোচ্চ তিনটি ডাবল সেঞ্চুরি রোহিত শর্মার। ভারতীয় ওপেনার তিনটি ডাবল সেঞ্চুরিই করেছেন আবার আন্তর্জাতিক ক্রিকেটে।

লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের একজনেরও আছে ডাবল সেঞ্চুরি। ২০১৯ সালে সালে ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে ২০৮ রান করে অপরাজিত ছিলেন আবাহনীর সৌম্য সরকার।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *