Main Menu

শাবির সাথে বিটাক’র সমঝোতা চুক্তি স্বাক্ষর সম্পন্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাসট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সাথে টুল অ্যান্ড টেকনোলজি ইন্সটিটিউট, বাংলাদেশ ইন্ডাসট্রিয়াল টেকনিকেল এসিসটেন্স সেন্টার (বিটাক)-এর সমোঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টায় প্রশাসনিক ভবন দুই এর সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তি স্বাক্ষরকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এ সময় উপাচার্য বলেন, সুশাসন, শিক্ষা ও গবেষণায় বাংলাদেশে অন্যতম রোল মডেল শাবি। বিশ্বমানের গ্রাজুয়েট তৈরি করতে আমরা বদ্ধ পরিকর। বিটাকের সাথে আজকের এমওইউ আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা সম্পন্ন মানবসম্পদ তৈরি করতে কার্যকরী ভূমিকা পালন করবে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে ইন্ডাসট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মহসিন আজিজ খান এবং বিটাকের পক্ষে টুল অ্যান্ড টেকনোলজি ইন্সটিটিউটের পরিচালক ড. মো ইহসানুল করিম চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম, বিটাকের মহা-পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, অধ্যাপক ড. ইঞ্জি. মোহাম্মদ ইকবাল, অধ্যাপক ড. আবুল মুকিদ মোহাম্মদ মোকাদ্দেস, অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *