Main Menu

উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে ৩ নতুন মুখ

আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজের লড়াই। সে লক্ষ্যে শনিবার ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অধিনায়ক তামিমের নেতৃত্বে এই স্কোয়াডে দেখা মিলেছে তিন নতুন মুখের। ওয়ানডে সিরিজে অভিষেকের অপেক্ষায় শরিফুল ইসলাম, অফ স্পিনার মেহেদী হাসান ও পেসার হাসান মাহমুদ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিন ওয়ানডের জন্য ১৮ জনের দল দিয়েছে বিসিবি। ঘরোয়া টুর্নামেন্টে ভালো করার পুরস্কার পেয়েছেন শরিফুল। প্রস্তুতি ম্যাচেও দেখিয়েছেন নিজের কারিকুরি। ফলে চূড়ান্ত স্কোয়াডে তাকে জায়গা দিয়েছে নির্বাচকমন্ডলী।

দলে জায়গা পেয়েছেন অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। ওপেনিংয়ে অধিনায়ক তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাকআপ হিসেবে টিকে গেছেন সৌম্য সরকার। যদিও প্রস্তুতি ম্যাচে তিনি মিডল অর্ডারে খেলেছেন।

দুই প্রস্তুতি ম্যাচ রান পেলেও মূল দলে জায়গা হয়নি আরেক বাঁহাতি মোহাম্মদ নাঈম শেখের। অনুমিতভাবেই নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান।

২০ জানুয়ারি মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে ২২ জানুয়ারি দ্বিতীয় ম্যাচ। ২৫ জানুয়ারি সিরিজের শেষ ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন, মেহেদী হাসান, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *