Main Menu

বাইডেনের বিজয়ে ইরান উচ্ছ্বসিত নয়, তবে ট্রাম্পের বিদায়ে খুশি : রুহানি

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয়ে তেহরান উচ্ছ্বসিত নয়, তবে ডোনাল্ড ট্রাম্পের বিদায়ে খুশি। তিনি ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার ইতিহাসে ‘চরম দুর্বৃত্ত ও আইন ভঙ্গকারী’ বলে অভিহিত করেন।

প্রেসিডেন্ট রুহানি বলেন, ট্রাম্প ইরানি জনগণের সাথে এমনকি মানবিক নীতিমালা পর্যন্ত মেনে চলেননি।

তিনি আরো বলেন, ট্রাম্পের মতো একজন সন্ত্রাসী ক্ষমতা থেকে বিদায় নেয়ায় আমরা খুশি। ইরানে যাতে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রবেশ করতে না পারে সেজন্য এই ট্রাম্প বাধা সৃষ্টি করেছেন।

বুধবার তেহরানে ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এসব কথা বলেন ড. রুহানি।

তিনি বলেন, ‘২০১৫ সালের সাথে তুলনা করলে এখনকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ২০১৫ সালে যখন আমরা পরমাণু সমঝোতা নিয়ে চূড়ান্ত আলোচনা করছিলাম তখন আমাদের মাথার উপরে ছিল ছয়টি তলোয়ার। কিন্তু এখন সে সমস্ত তলোয়ার ভেঙে গেছে। ২০১৫ সালে বিশ্বের জনমত এমন ছিল যে, ইরান পরমাণু সমঝোতার শর্তগুলো বাস্তবায়ন করবে না। কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি, আমরা বিশ্বের প্রতি সবচেয়ে প্রতিশ্রুতিশীল জাতি। আমরা অত্যন্ত কঠিনভাবে এবং পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি। কিন্তু আমরা যখন চুক্তি করেছি তখন আমরা সে প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখাবো।’

প্রেসিডেন্ট রুহানি তার বক্তব্যে জাতিসঙ্ঘের ইরানবিরোধী প্রস্তাব পাস করতে আমেরিকার ব্যর্থতার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘২০১৫ সালে ইউরোপের দেশগুলো আমাদের বিপক্ষে ছিল কিন্তু এখন আমেরিকা একঘরে হয়ে গেছে।’

সূত্র : পার্সটুডে






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *