Main Menu

পুলিশের সেবা জনগণের দোড়গোড়ায় পৌছে দিতে হবে: এসএমপি কমিশনার

এসএমপি পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ বলেছেন, পুলিশের সেবা জনগণের দোড়গোড়ায় পৌছে দিতে হবে।

তিনি বলেন, প্রত্যেক পুলিশ সদস্যকে করোনাকালীন সময়ে আরো সতর্কতা অবলম্বন করে দায়িত্ব পালন করতে হবে। পুলিশ সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালনের সাথে সাথে নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ারও আহ্বান জানান।

সভায় পুলিশ কমিশনার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন ও প্রতিটি পুলিশ সদস্যকে মাদক থেকে দূরে থাকার জন্য নির্দেশ প্রদান করেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় এসএমপি’র পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সকল পুলিশ সদস্যদের কল্যাণ সংক্রান্ত বিষয়ে মতামত গ্রহণ করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) কামরুল আমীন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকার, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কশিনার, অফিসার ইনচার্জ সহ সিলেট মেট্রোপলিটন পুলিশের সকল অফিসার ও ফোর্সবৃন্দ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *