Main Menu

সিলেট বিভাগে ৬ মাসে ১৩ সহস্রাধিক করোনা পজেটিভ

সিলেট বিভাগে গত ৬ মাসে করোনা পজেটিভ হয়েছেন ১৩ সহস্রাধিক মানুষ। করোনা শনাক্ত মোট ১৩০৫৮ জন। এর বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ১১৪১৭ জন। সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত হন গত এপ্রিল মাসের ৫ তারিখ।
এদিকে, সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৩৯ জন। এর মধ্যে সিলেট জেলার ১৮, সুনামগঞ্জের ২, হবিগঞ্জের ৬ ও মৌলভীবাজারের ৮ জন।
জানা গেছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হওয়া ১৩০৫৮ জনের মধ্যে সিলেট জেলায় ৭১৬৯, সুনামগঞ্জে ২৩৭১, হবিগঞ্জে ১৭৭৬ ও মৌলভীবাজার জেলায় ১৭৪২ জন।
অপরদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪২ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪১ ও মৌলভীবাজারে ১ জন।
এই ৪২ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন মোট ১১৪১৭ জন। এর মধ্যে সিলেটে ৬০৪৪, সুনামগঞ্জে ২২৭০, হবিগঞ্জে ১৪৯৭ ও মৌলভীবাজারে ১৬০৬ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ৫৩ জন। এর মধ্যে সিলেটে ৪৬, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ৪ ও মৌলভীবাজারে ১ জন।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সিলেটে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তাই সিলেটে মোট মৃতের সংখ্যা আগের দিনের মতো ২২৪। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৬৩, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজারে ২১ জন।#






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *