Main Menu

এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ে মাদক জঙ্গিবাদ ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক প্রচারাভিযান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের এয়ারপোর্ট উচ্চ বিদালয়ে সদর উপজেলা পরিষদের বাস্তবায়নে ও জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (জাইকার) সহযোগিতায় মাদক জঙ্গিবাদ ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের হলরুমে সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।

সদর উপজেলা ইউ ডি এফ কর্মকর্তা রাজীব কুমার দাসের পরিচালনায় মাদক জঙ্গীবাদ ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রাব্বানী মুজমদার, এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সি সামছুদ্দীন আহমদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার মো. নাজিম উদ্দীন ইমরান, ৭নং ওয়ার্ডের মেম্বার মো. আনছার আলী। বক্তব্য রাখেন হাজী আব্দুস সামাদ মেমরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীন আহমদ, ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুল হক মন্ডল, শ্রী যুক্ত করুনা শর্মা।

এসময় উপস্থিত ছিলেন, ৪,৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার হামিদা খাতুন, ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছা. নেছারুন নেছা।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সালেহ ইবনে শিহাব রুমেল। গীতা পাঠ করেন এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র সজিব দাস। অনুষ্ঠানে অংশ নেয় সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজ, এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়, হাজী আব্দুছ সামাদ মেমরিয়্যাল উচ্চ বিদ্যালয়, সিলেট ক্যাডেট ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *