Tue. Sep 29th, 2020

Onesylhet24.com

Online News Paper

করোনাত্তোর বৈশ্বিক রাষ্ট্র পরিচালন ব্যবস্থা নিয়ে শীর্ষ সম্মেলনের আয়োজন করছে জাতিসংঘ

মহামারি করোনা ভাইরাসের পর বৈশ্বিক ভবিষ্যত রাষ্ট্র পরিচালন ব্যবস্থা নিয়ে সরকার প্রধানগণের মধ্যে আলোচনার জন্যে আগামী ২৪ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের আয়োজন করছে জাতিসংঘ। নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট নাইজার মঙ্গলবার এ কথা বলেছে।

জাতিসংঘে নাইজারের রাষ্ট্রদূত আবদু আবারি চলতি মাসের নিরাপত্তা পরিষদের কর্মসূচি উপস্থানকালে সাংবাদিকদের বলেন, শীর্ষ সম্মেলনে করোনাত্তোর বৈশ্বিক রাষ্ট্র পরিচালন ব্যবস্থার সঙ্গে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সম্পর্ক নিয়ে বিতর্ক হবে। এই অধিবেশনটি জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক সম্মেলনের সময়ে অনুষ্ঠিত হবে। এবারে করোনা মহামারির কারণে সাধারণ পরিষদের সম্মেলন মূলত ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবে।

নাইজারের প্রেসিডেন্ট মোহামাদু ইউসুফু শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করবেন এবং জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস ও আফ্রিকান ইউনিয়ন চেয়ারম্যান মুসা ফাকি মোহামাত এতে অংশ নেবেন বলে রাষ্ট্রদূত জানান।

সূত্র: বাসস