Main Menu

Tuesday, August 18th, 2020

 

করোনায় ৪৬ জনের মৃত্যু, আক্রান্ত ৩২০০

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ২০০ জন। এই সময়ের মধ্যে কোভিড-১৯ রোগে ৪৬ জনের মৃত্যু হয়েছে। দেশে সব মিলিয়ে করোনায় মোট শনাক্ত হলো এ পর্যন্ত ২ লাখ ৮২ হাজার ৩৪৪ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৭৪০ জনে। ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৩০ জনের নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের সংখ্যা পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২১.৮৭ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ৬৪ হাজার ১৮৯টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তেরRead More


এক দিন রিমান্ড শেষেই হাসপাতালে সাহেদ

দুর্নীতি দমন কমিশনের সাত দিনের রিমান্ডের প্রথম দিন রাতেই বুকে ব্যথা হওয়ায় হাসপাতালে নেয়া হয়েছে রিজেন্টের চেয়ারম্যান মো: সাহেদকে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-এর জরুরি বিভাগে নেয়া হয়েছে তাকে। অর্থ আত্মসাতের মামলায় দুদক কার্যালয়ে প্রথম দিনের মতো গতকাল সোমবার (১৭ আগস্ট) জিজ্ঞাসাবাদ করা হয় সাহেদকে। সোমবার সকাল ১১টার কিছু পরে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে সাহেদকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আনা হয়। এর পর দুদকের উপপরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল তাকে ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) গুলশান করপোরেট শাখার দুই কোটিরRead More


পিইসি, জেএসসি ও জেডিসি পরীক্ষা অব্যহত রাখার দাবি বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন

পিইসি, জেএসসি ও জেডিসি পরীক্ষা অব্যহত রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ সিলেট জেলা শাখা। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সিলেট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়েও কিছু প্রস্তাবনা পেশ করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি ইমরান আহমদ। তিনি বলেন, শিক্ষার মান যাচাই এবং সনদ জালিয়াতি থেকে মুক্তি পেতে হলে পিইসি, জেএসসি ও জেডিসি পরীক্ষা অব্যাহত রাখতে হবে। তা না হলে অনেকেই ভুয়া সনদ দেওয়া কিংবা তৈরি করে নেবে। এছাড়াও বিভিন্ন প্রস্তাবনার কথা উল্লেখ করে তিনিRead More


সুনামগঞ্জ সদর হাসপাতালে শিশু খাদ্য বিতরণ করলেন মেয়র নাদের

সুনামগঞ্জ সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন শিশু ও নবজাতকদের মাঝে শিশু খাদ্য বিতরণ করেছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। সোমবার রাত সাড়ে ৮ টায় শিশুদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতি শিশুকে দুধ, চিনি, সুচি, ডালসহ বিভিন্ন পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈকত দাস, প্যানেল মেয়র হোসাইন আহমদ রাসেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সহ সভাপতি আবুল খয়ের, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক লিটন সরকার, হাসপাতালের স্টোর কীপার সোলাইমান প্রমুখ।


আজিজুর রহমানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

গণপরিষদের সাবেক সদস্য ও মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে প্রবীণ এ রাজনীতিকের মৃত্যুতে শোক প্রকাশ করেন রাষ্ট্র ও সরকারপ্রধান। এর আগে সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আজিজুর রহমান।


আজ ৩দিনের সফরে সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন

তিনদিনের সফরে আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সিলেট আসছেন সিলেট-১ আসনের সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। আগামী তিনদিন সিলেটে কয়েকটি অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগবেন। জানা গেছে, আজ বেলা ২টায় মন্ত্রী ঢাকাস্থ পররাষ্ট্রভবন থেকে সড়কপথে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। সন্ধ্যা ৭টায় উপস্থিত হবেন সিলেট নগরীর হাফিজ কমপ্লেক্সে। আগামীকাল বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উদ্বোধন অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে। বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশনে ‘আগামীর সিলেট’ প্রকল্প সংক্রান্ত আলোচনাসভায় যোগ দেবেন মন্ত্রী। বিকেল ৫টায় হাফিজ কমপ্লেক্সেRead More


দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা

চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্য বিভাগসমূহে অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়া পরিস্থিতির সামান্যপরিবর্তন হতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমীRead More


সিনহা হত্যা মামলা: অবশেষে রিমান্ডে নেয়া হয়েছে ওসি প্রদীপসহ ৩ জনকে

অনলাইন ডেস্কঃ মেজর (অব.) সিনহা মো: রাশেদ খান হত্যা মামলায় অবশেষে রিমান্ডে নেয়া হলো কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশসহ তিনজনকে। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে র‌্যাব তাদের জেলা কারাগার থেকে নিয়ে গেছে। অন্য দুজন হলেন, বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক লিয়াকত আলী ও থানার এসআই নন্দদুলাল রক্ষিত। কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মোকাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার আদালতের নির্দেশের ১২ দিন পর ওসি প্রদীপ, পুলিশ পরিদর্শক লিয়াকত ও এসআই নন্দদুলালকে রিমান্ডে নেয়ার ঘোষণা দেন র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ। তিনি জানান, সিনহাRead More


করোনায় মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু

মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক গণপরিষদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান (৭৮) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ এই সহচর সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজিজুর রহমানের পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। করোনা আক্রান্ত হয়ে গত ৫ আগস্ট আজিজুর রহমান বিএসএমএমইউ-তে ভর্তি হন। প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়া হয়। আজিজুর রহমান কর্মজীবনে সর্বশেষ মৌলভীবাজার জেলা পরিষদ ও রেডক্রিসেন্টেরRead More