করোনাঃ সিলেটের জোনিং কাজ সম্পন্ন

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় এবার জোনভিত্তিক কার্যক্রম শুরু করেছে সরকার। এর আওতায় সিলেট জেলাকে রেড, গ্রিন ও ইয়েলো জোনে ভাগ করা হয়েছে।
আজ রবিবার সারাদিন কাজ করে এ জোন ভাগ করেছে সিলেটের সিভিল সার্জন কার্যালয়। এর মধ্যে বেশিরভাগ এলাকাই রেড জোনের আওতায় পড়েছে বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল।
এ ব্যাপারে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, সিলেটের প্রত্যেক উপজেলার একেবারে ইউনিয়ন পর্যন্ত এবং সিলেট মহানগরীর প্রত্যেক ওয়ার্ড পর্যন্ত রেড, গ্রিন ও ইয়েলো জোনে ভাগ করা হয়েছে। এটি জেলা প্রশাসকের সাথে সভায় চুড়ান্ত হলে মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। সিলেটের উপজেলাগুলোর অনেকে এলাকাই রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানান তিনি।
জানা যায়, রেড জোন চিহ্নিত এলাকায় পুরো লকডাউন করে দেওয়া হবে। এ জোনের কেউ বাইরে যেতে বা বাইরে থেকে কেউ এ জোনের ভেতরে যেতে পারবে না। এ জোনের দোকানপাট, বিপণিবিতান, সরকারি-বেসরকারি কার্যালয় সব বন্ধ থাকবে। এমনকি এ জোনে ঘরে বসে নামাজ আদায় করতে নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
Related News

লাফার্জ হোলসিম সিমেন্ট বর্জনসহ অবরোধের হুশিয়ারি
বহুজাতিক কোম্পানী লাফার্জ হোলসিম সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে চুনাপাথর ব্যবসার খোলাবাজার নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।Read More

জৈন্তাপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন পালনে প্রস্তুতি সভা
সিলেটের জৈন্তাপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা উপজেলা পরিষদের হলরুমেRead More