Main Menu

সিলেট সদর উপজেলায় মাছের পোনা অবমুক্তকরণ

সিলেট ১ আসনের সংসদ সদস্য, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এর নির্দেশনায়, সদর উপজেলা সিনির মৎস্য কর্মকর্তার কার্যালয় বাস্তবায়নে, সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার বিভিন্ন স্থানে মৎস্য অধিদপ্তরের ২০১৯-২০২০ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়নে ৩৬০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

১৩ জুন শনিবার সকালে রাম কৃষ্ণ মিশন পুকুরে ৬০ কেজি, সদর উপজেলা পুকুরে ১৬০ কেজি, পুলিশ লাইন্স পুকুরে ৬০ কেজি, র‍্যাব ৯ কার্যালয় সংলগ্ন পুকুরে ৪০ কেজি এবং শাহী ঈদগাহ মাঠ পুকুরে ৪০ কেজি মাছের পোনা অবমুক্তি করা হয়।

পৃথক এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ, সহকারি পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, সাবেক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট বিভাগীয় সাবেক পিপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ মোশাহিদ আলী, মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো জিল্লুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ, খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনছার আলী মহালদার, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মন, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও দ্রুত বিচার ট্রাবুনাল পিপি সারওয়ার হোসেন চৌধুরী আবদাল,পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা সাইফুল আলম জুয়েল, ব্যক্তিগত সহকারী আবুল হোসেন, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক আহমদ, সহ সাধারণ সম্পাদক ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আমিনুর রহমান পাপ্পু।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *