প্রধানমন্ত্রী বরাবরে বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের সভাপতি ইমরান আহমদের কয়েকটি প্রস্তাব
করোনা ভাইরাস কোভিড-১৯ পৃথিবীতে মহামারি আকার ধারণ করেছে। এর থেকে পরিত্রাণ পেতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের সভাপতি ইমরান আহমদের কয়েকটি প্রস্তা্ব হুবহু তুলে ধরা হলো।
বরাবর
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,
প্রধানমন্ত্রীর কার্যালয়,তেজগাঁও,ঢাকা৷
বিষয়ঃ করোনা ভাইরাস মোকাবেলায় করণীয় প্রদক্ষেপ প্রসঙ্গে ৷
জনাব,
সবিনয় নিবেদন এই যে, বর্তমানে কোভিড-১৯ এর কারণে পৃথিবীব্যাপি মহামারি আকার ধারণ করেছে, এই পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত এবং হাজার হাজার মানুষ মারা যাচ্ছে ৷ পৃথিবীর অনেক দেশ রয়েছে যারা তাৎক্ষণিক পদক্ষেপ না নেওয়ার ফলে তাদের দেশে ভয়াবহ অবস্থা বিরাজ করছে৷ ইতালি,স্পেন, ফ্রাস,যুক্তরাষ্ট্ এবং ইরানসহ এইসবদেশ অনেক উন্নত হওয়ার পরও তারা ভাইরাস মোকাবেলায় কিছুই করতে পারছেনা৷ফলে প্রতিনিয়িত আক্রাতের হার ও মৃতুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে৷মাননীয় প্রধানমন্ত্রী আমি গভীরভাবে লক্ষ করছিযে,আমাদের দেশে ভাইরাসটি ঢুকে পরেছে৷কিছু সংখ্যক মানুষ আক্রান্ত ও মৃতুবরণ করেছে৷তাই বাংলাদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে আমার কিছু প্রস্তাব রয়েছে৷ দয়া করে এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করলে আল্লাহর রহমতে আমাদেরমত একটি গরিব দেশ ভাইরাস থেকে মুক্তি পেতে পারে৷ নিম্নে আমার প্রস্তাবগুলো তুলে ধরা হলোঃ
১৷ বাংলাদেশ করোনা ভাইরাসে আক্তান্ত হওয়ার পর দেখা যাচ্ছে, অনেক ডাক্তার তাদের চেম্বারও প্রাইভেট হাসপাতাল থেকে ঘা ঢাকা দিয়েছেন৷ এমন অবস্তায় অনেক রোগী চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন আবার অনেকে কঠিন রোগ নিয়ে মানবেতর জীবন যাপন করচ্ছেন৷এই অবস্তায় যদি করোনা ভাইরাস বেপক অবস্তা ধারণ করে তাহলে,দেশে হাজার হাজির মানুষ চিকিৎসার অভাবে মারা যেতে পারে৷তাই আমি অনুরোধ করবো আইন—শৃঙ্খলাও গোয়েন্দা বাহিনী দ্বারা,সরকারিওবেসরকারি ডাক্তারদের তালিকা তৈরি করে,কে কোথায় অবস্থান করছেন সেটি নিশ্চিত করা৷ তাদের করোনা ভাইরাসের প্রয়োজনীয় উপকরণ পিপি,টেস্টিং কিটও মাস্ক সরবরাহ করে এবং প্রশিক্ষণ দিয়ে বাদ্যতামুলক হাসপাতালও চেম্বারে থাকার র্নিদেশনা জারি করা৷দেশের সমস্ত সরকারিও বেসরকারি হাসপাতালগুলোতে করোনা ভাইরাসে আক্তান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া বাধ্যতামূলক বলে ঘোষণা করা৷
২৷ সম্প্রতি চাকরি থেকে অবসর নেওয়া ডাক্তারদের কে বাধ্যতামূলক আরো এক বছরের জন্য পুনরায় চাকরিতে যোগদান করার নির্দেশনা জারি করা৷
৩৷ করোনা ভাইরাস পরীক্ষা এবং চিকিৎসা দেওয়ার জন্য নতুন নতুন স্থাপনা নির্ধারণ,দ্রুত হাসপাতাল নির্মান এবং সরকারী হাসপাতালে রোগীর বেডের আসন সংখ্যা বৃদ্ধি করা৷
৪৷ কোয়ারেন্টি সম্পর্কে গ্রাম পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করা৷অনেকে কোয়ারেন্টি সম্পর্কে না বোঝে নেতিবাচক ধারনা পোষণ করতেছে যার কারনে অনেকে কোয়ারেন্টিনে যেতে রাজি হচ্ছে না৷
৫৷ বিদেশ থেকে ফেরত যাত্রীদের যারা মার্চে এসেছেন তাদের সঠিক তালিকা তৈরি করা এবং তাদেরকে কোয়ারেন্টিনের বাধ্যতামূলক ব্যবস্থা করা৷
৬৷ দেশের প্রতিটি রাজনৈতিক দলকে তাদের সবধরনের রাজনৈতিক কার্যক্রম ছেড়ে দিয়ে অসহায় মানুষের পাশে দাড়ানোর নির্দেশনা জারি করা৷
৭৷দেশে২৫ দিনের জন্য লকডাউন ঘোষণা করা৷ শুধুমাত্র ঔষদ ও নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য ছাড়া সবধরনের দোকান পাট ও ছনসাধারনের চলাচলের উপর নিষেধজ্ঞা ঘোষণা করা৷নিষেধজ্ঞা অমান্যকারিদের কঠোর শাস্তির ব্যবস্তা করা৷
৮৷ ভারতের পশ্চিমবঙ্গ সরকার যেভাবে ৬ মাস সব নাগরিকদের বিনা মূল্যে চাল দেওয়ার ঘোষণা করেছে ঠিক সেইভাবে আমাদের দেশের প্রত্যক নাগরিকদের সেনাবাহিনীর মাধ্যমে চাল সরবরাহ করা৷
৯৷ অসহায় কৃষক, রিকশাচালক,দিনমজুর,ও ভিক্ষুকদের তালিকা তৈরি করে পাঁচ মাসের জন্য তাদের প্রত্যেকে ৩০০০/— টাকার মাসিক ভাতার ব্যবস্তা করা৷
১০৷ দেশের সরকারীও প্রাইভেট টিভি চ্যানেল গুলোতে দেশ প্রেম সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠান সমপ্রচার করা৷ কারণ দেশ প্রেম ছাড়া এই ভয়াবহ সংকট থেকে আমাদের উদ্ধার হওয়া সম্বব নয়৷
১১৷ দেশের কারাগারে অবস্থানরত সাধারণ অপরাধে দন্ডিত কয়েদি ও হাজতিদের সাধারণ ক্ষমা ঘোষণা করে দ্রুত মুক্তিদানের ব্যবস্থা নিশ্চিত করা৷
১২৷ সাধারণ নাগরিকদের কথা চিন্তা করে দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে কঠোর পদক্ষেপ নেওয়া৷
১৩৷ ভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সম্পর্কে সর্তক হওয়া এবং গুজবকারীদের বিরোদ্ধে কঠিন শাস্থির ব্যবস্থা নিশ্চিত করা৷
অতএব জনাবের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়গুলো বিবেচনা করে দেশের ১৭ কোটি মানুষের জীবন রক্ষার তাগিদে প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়নে আপনার যেন মর্জি হয়৷
নিবেদক
ইমরান আহমদ
সভাপতি
বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ
বাঘা,গোলাপগঞ্জ, সিলেট
মোবাঃ ০১৭১৭—৪০৫৯০৫
Related News
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সিলেট সদর উপজেলায় বিক্ষোভ মিছিল
ভারতে হিন্দু পুরোহিত কর্তৃক পবিত্র ধর্ম ইসলাম ও প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিরRead More
চোরাচালানে বাঁধা দেয়ায় গোয়াইনঘাটে শিক্ষার্থীদের উপর হামলা
বৈষ্যম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ, চোরাচালানে বাঁধা ও লিজ বহির্ভুত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনেরRead More