Main Menu

Friday, April 3rd, 2020

 

সদর উপজেলার ১৭টি কমিউনিটি ক্লিনিকে পিপিইসহ বিভিন্ন সামগ্রী প্রদান

সিলেট সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে সদর উপজেলার ১৭টি কমিউনিটি ক্লিনিকে করোনা ভাইরাস প্রতিরোধে হ্যান্ড ওয়াশ ও হ্যান্ড স্যানিটাইজার,পিপিই, হেন্ড গ্লাবস, মাস্ক প্রদান অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল শুক্রবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিতরণ করেন সিলেট সদর উপজেলা পরিষদের পর পর তিন বারের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, উপজেলা পরিষদের নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমদ সিরাজাম মুনির।


হাটখোলা ইউনিয়নে আব্দুল মালেক মেম্বারের চাল-ডাল বিতরণ

করোনা ভাইরাসে দেশে লকডাউনের কারনে নিজ কর্মস্থলে যেতে পারছেনা অনেক দিন মজুর  ও  দরিদ্র মানুষ।  সরকারের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও অনেক বিত্তবানরা তাদের সহযোগীতায় এগিয়ে আসছেন। বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী বিতরণ করছেন তারা। আজ ৩ এপ্রিল শুক্রবার বিকেলে সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সিলেট বিভাগীয় সদস্য ও জেলা শাখার যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মেম্বার তার ব্যক্তিগত তহবিল থেকে দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন করেন। এর আগে ৩১ মার্চ মঙ্গলবার দুপুরে ৬নং টুকেরবাজার ও ৮নং কান্দিগাঁও ইউনিয়নে ব্যক্তিগত উদ্যোগে ২শ দরিদ্র মানুষের মধ্যে চাল-ডাল বিতরণ করেন।