Main Menu

সানরাইজ স্কুলে পুরষ্কার বিতরণ

আওয়ামী লীগের কেন্দ্রিয় সদস্য, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা শিশুদের ভবিষ্যত গড়তে সহায়ক। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই আগামীর তারকা লেখাপড়া করছে। তাদের সঠিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, বিদ্যালয়ে শিশুদের পাঠানোর পাশাপাশি ঘরে ঘরে জ্ঞানের চর্চা করা উচিত। এক্ষেত্রে মা বাবা শিশুদের বয়স অনুযায়ী মুক্তিযুদ্ধেও গল্প বলতে পারেন। তাদের জাতির পিতার জীবনী শোনানো যেতে পারে। আগামী মার্চ মাসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ সম্পর্কে ধারণা দিতে পারেন। এতে করে শিশুরা দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠবে। তাদের মধ্যে জাগ্রত থাকবে মুক্তিযুদ্ধের চেতনা। শিশুদের সালাম, বরকত, রফিক, জব্বারের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত বাংলা ভাষার কথা বলতে হবে।

রোববার দুপুরে সিলেট নগরীর পশ্চিম শাহী ঈদগায় সানরাইজ কিন্ডাগার্টেন স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরষ্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বদর উদ্দিন আহমদ কামরান আরো বলেন, সানরাইজ স্কুল একটি পুরনো ঐতিহ্যবাহী স্কুল। প্রায় ৩৬ বছর বয়সি এ স্কুলের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আগামীতেও এ স্কুলের শিক্ষার্থীরা শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে দেশের সেবা করবে।

স্কুলের প্রিন্সিপাল আহমদুর রহমান আনোয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দৈনিক সবুজ সিলেটের নির্বাহী সম্পাদক ও বাংলাভিশনের রিপোর্টার দিপু সিদ্দিকী, শিক্ষক সুজিত কুমার দেন। স্কুলের সিনিয়র শিক্ষিকা তাহমিনা বেগম চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে অষ্টম শ্রেণির ছাত্র আতিক আহমদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষিকা চম্পা কলি রায়, ছন্দা চক্রবর্তী, শাম্মী বেগম। সপ্তাহব্যাপী চলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ৩০ টি ইভেন্টে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *