Main Menu

সদর উপজেলায় ২শত মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলেন ড. মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি বলেছেন, দৃষ্টি নন্দন সিলেট গড়তে আজ মাননীয় প্রধানমন্ত্রী ১২শ ২৫ কোটি টাকার প্রকল্প বরাদ্ধ দিয়েছেন। এ প্রজেক্টের মাধ্যমে বিশেষ করে জলাবদ্ধতা দূর হবে। মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটালাইজেশনের মাধ্যমে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। সে উদ্যোগ গুলো কাজে লাগিয়ে আমাদের দৈনন্দিন জীবনে অনেক উপকৃত হতে পারবো। সিলেটবাসী ৩৩৩ অথবা ৯৯৯ এই নম্বরে যোগাযোগ করে বিপদ আপদে থানার সহযোগীতা জমির ফরচাসহ ৫২ টি সরকারী সেবা গ্রহণ করতে পারেন। মন্ত্রী আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের সবগুলো প্রগ্রামে উৎসাহিত হোন। এবং সে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্যে টাকা পয়সাও দিতে কার্পণ্য করেননি।

২৪ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরীয়ামে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে উপজেলার ২০০ জন বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ এপ্তার হোসেন পিয়ার, ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, পিআইও মোহাম্মদ হিরন মাহমুদ, সমাজসেবা অফিসার ফারহানা নাসরিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইরশাদ আলী প্রমূখ ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *